ভারপ্রাপ্ত অধ্যক্ষ

মোঃ ইসমাইল হোসেন

মোঃ ইসমাইল হোসেন

বিসমিল্লাহহির রহমানের রাহিম।
পরম করুণাময়ের ইচ্ছায় সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা নব দিগন্তের দ্বার উন্মোচন করতে চাই। এই লক্ষ্যে আমরা  অঙ্গীকারাবদ্ধ।
পৃথিবী তার আপন গতিতে চলমান। প্রকৃতি তার নিয়মের ব্যতিক্রম করে না। পৃথিবীতে সবকিছু পরিবর্তনশীল। সত্য সুন্দর টিকে থাকে চিরদিন। মিথ্যা ধ্বংস হয়। সত্য কখনো চাপা থাকেনা। সৎ এবং সরল নেতৃত্ব আলোর পথ দেখায়। আলোর সংস্পর্শে সবাই উপকৃত হয়। উত্থান পতন -এই মহাসত্য সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেন। এখানে মিথ্যার অন্ধকারে ডুবে না থেকে সত্যের মুখোমুখি হওয়া উচিৎ। আমি সত্য কে ভয় করি না। মিথ্যার সাথে আপস করি না।
মানব সত্ত্বা, মনুষ্যত্ব কখনো কারো সাথে আপস করে না। নিজে সৎ থাকবো এবং অন্যকে সৎ থাকার পরামর্শ দিবো । বাস্তব সত্যই আমার একমাত্র সম্বল। মানুষ ভুল করে, করবে। সেটা মনের অজান্তে। আমি জেনে শুনে কখনো ভুল পথে যেয়ে নৈতিকতার অবমাননা করার অভিপ্রায় কখনো ছিল না। এখনো নেই। সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠানে কীভাবে ভাল থাকা যায় তার চেষ্টা করে যাবো। সবার মঙ্গল কামনা করা আমার নীতির অংশ। সবাই মিলে সবার সহযোগিতায় আমাদের প্রাণের এই প্রতিষ্ঠানটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবো এটায় আমার ব্রত। সবার মঙ্গল কামনা করি।